মুর্শেদীর ২ দিনের রিমান্ড, গোলাপসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আব্দুস সালাম মুর্শেদী ও আবদুস সোবহান গোলাপ। ছবি: সংগৃহীত

খুলনা-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে আওয়ামী লীগের আরেক সাবেক এমপি আবদুস সোবহান গোলাপসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল করিম মুর্শেদীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মুর্শেদীকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ফরোয়ার্ডিং রিপোর্টে তদন্ত কর্মকর্তা বলেন, মুর্শেদী সহিংসতা ও হত্যাকাণ্ডের বিষয়টি জানতেন। তাই এ ধরনের অপরাধে দায়ী অন্যরা কোথায় আছেন তা জানতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।

অন্যদিকে আসামিপক্ষ হয়রানির ষড়যন্ত্রের অংশ হিসেবে তার মক্কেলকে এ মামলায় জড়ানো হয়েছে উল্লেখ করে রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আন্দোলন চলাকালে নিহত এক পোশাক শ্রমিক রুবেলের বাবা গত ২২ আগস্ট বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, নির্দেশনা অনুযায়ী আসামিদের কেউ কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গত ৫ আগস্ট আদাবরের রিং রোডে আন্দোলনরত শিক্ষার্থী রুবেলসহ শত শত শিক্ষার্থীর ওপর হামলায় অংশ নেয়।

এজাহারে আরও বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান।

এর আগে একই মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গোলাপসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আবদুস সোবহান গোলাপ, রাজউকের প্রধান প্রকৌশলী (বর্তমান) উজ্জ্বল মল্লিক, সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিনটি আবেদন জমা পড়ার পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের এক কর্মকর্তা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মীর আহমেদ আলী সালাম।

গোলাপ, উজ্জ্বল, সিতাংশু, সুপর্ণা ও নন্দিতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে উল্লেখ করে দুদকের আবেদনে বলা হয়েছে, তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক ওই আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে পাঠিয়েছেন।

Comments

The Daily Star  | English

Try Hasina, Awami League

Families of the victims of enforced disappearances, extrajudicial killings, those killed and maimed in the July mass uprising yesterday demanded that ousted prime minister Sheikh Hasina and her party be brought to trial.

40m ago