পদ্মায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, ১০ জন আটক

বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। ছবি: স্টার

পাবনায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সদর উপজেলার ভারারায় স্থানীয়দের সঙ্গে বালু উত্তোলনকারীদের সংঘর্ষে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভারারার কণ্ঠগজারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনার সুজানগর উপজেলার চর সুজানগরের আলতাফ শেখ (৩০), জয়নাল শেখ (২৮), রিপন শেখ (২৬), মোস্তফা শেখ (২৮), চর ভবানীপুর এলাকার হৃদয় শেখ (২২), রাকিব শেখ (২৫), পাবনা সদর উপজেলার ভাড়ারার শ্রীপুর এলাকার আবুল হাসেম (৩৬), চক ভাড়ারার ঈসমাইল হোসেন (৬০) এবং সুরুজ জোয়াদ্দার (৩৬)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, পদ্মা নদীর কণ্ঠগজারিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই প্রভাবশালীরা বালু উত্তোলন করে আসছিল। কিছুদিন বন্ধ থাকলেও সম্প্রতি আবার বালু উত্তোলন শুরু হয়।

রোববার বিকেলে সুরুজ ও ইসমাইলকে বালু উত্তোলনে বাধা দেন স্থানীয়রা। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ জনকে আটক করে। এ সময় দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আহত অবস্থায় রাকিবকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English

Earlier bribe was Tk 1 lakh, now it’s Tk 5 lakh: Fakhrul

BNP leader Fakhrul highlights escalating bribery, blames lack of good governance and police reform

2h ago