সামাজিক যোগাযোগমাধ্যমে ড. ইউনূসকে কটূক্তি করায় মামলা

প্রতীকী ছবি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগে পটুয়াখালীতে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের হয়।

উপজেলার পূর্বমধুখালী গ্রামের বাসিন্দা হাসান মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হাসান নিজেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিচয় দেন। দ্য ডেইলি স্টারের পক্ষে তার পরিচয়ের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এই মামলার একমাত্র আসামি একই গ্রামের রেল কর্মচারী মাসুম বিল্লাহ।

এদিন শুনানি শেষে বিচারক আশীষ রায় মামলাটি কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার আকারে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. কাইউম ও বাদীর আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২ মে আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের ড. ইউনূসের আলাপের একটি ভিডিও আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এবং আপত্তিকর মন্তব্য জুড়ে দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, বাদী জানতে পেরেছেন যে, আসামি বিভিন্ন জায়গায় ড. ইউনূসকে নিয়ে মানহানিকর উক্তি করেছেন এবং বলেছেন, ড. ইউনূসকে একা পেলে গুলি করে হত্যা করবেন। তেমন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে এজাহারে।

যোগাযোগ করা হলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, 'আদালতের নির্দেশনা পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments