লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

'ধাওয়া করে আমার বাবাকে এলোপাতাড়ি পেটায়। এরমধ্যে বাড়ির পুকুরে একবার ফেলে দেয়। সেখান থেকে উঠিয়ে আবার পিটিয়েছে।'
নুর আলম নুরু। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুর আলম (৬০) উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত নুর আলমের ছেলে আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, 'আমার বাবা বাড়িতে ছিলেন। বাবার মোবাইল ফোনে কেউ একজন কল দিয়ে জানিয়েছে তাকে তারা মারতে আসছে। তিনি ঘর থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় ১০-১২ জন লোক লাঠিসোটা নিয়ে বাড়িতে তার বাবাকে মারতে আসেন। পরে তারা ধাওয়া করে আমার বাবাকে এলোপাতাড়ি পেটায়। এরমধ্যে বাড়ির পুকুরে একবার ফেলে দেয়। সেখান থেকে উঠিয়ে আবার পিটিয়েছে। রক্তাক্ত অবস্থায় বাবাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

আরিফ হোসেন আরও বলেন, 'হামলাকারীদের মধ্যে খোকন নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক কারণেই আমার বাবাকে মারা হয়েছে।'

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, মৃত অবস্থায় নুর নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার মরদেহ মর্গে আছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে সোমবার অভিযোগ দেবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

The Daily Star  | English

Army chief mentions interim govt time frame for the first time

"If you ask me, then I will say 18 months should be the time frame by which we should enter into a democratic process," he said

2h ago