হাসিনা-কাদেরসহ ১৬২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুরে একটি কোম্পানির ডেলিভারিম্যান শিমুল আহমেদকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. সাইফুজ্জামানের আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিমুল।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) হিসেবে নথিভুক্ত করতে বলেন।

মামলার আসামির তালিকায় আরও আছেন—ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, কামাল আহমেদ মজুমদার, মইনুল হোসেন খান নিখিল ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাহুল হোসেন সাচ্চু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন শিমুল। তখন তার বাম পা গুলিবিদ্ধ হয় এবং এর ফলে বর্তমানে তিনি পঙ্গু অবস্থায় আছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৭৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১৫৮টি হত্যা মামলা, সাতটি মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার, তিনটি অপহরণ, ছয়টি হত্যাচেষ্টা ও একটি মামলা বিএনপির মিছিলে হামলার অভিযোগে করা হয়েছে।

Comments

The Daily Star  | English

New Election Commission takes shape

Amid much speculation about when the next election might take place, former health and energy secretary AMM Nasir Uddin has been appointed as the new chief election commissioner.

26m ago