সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ ৩ দিনের রিমান্ডে

সেলিম আলতাফ জর্জ। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডের প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিকশাচালক মোহাম্মদ রনির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) নাম না থাকলেও তদন্ত কর্মকর্তা এ বিষয়ে আবেদন করলে সাবেক এই এমপিকে গ্রেপ্তার দেখানো হয়।

তদন্ত কর্মকর্তা বলেন, আসামি সহিংসতা ও হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন। তাই হত্যাকাণ্ডের পেছনে মূল পরিকল্পনাকারী ও উসকানিদাতাদের অবস্থান শনাক্ত করতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আসামিপক্ষের আইনজীবী হয়রানির ষড়যন্ত্রের অংশ হিসেবে তার মক্কেলকে এ মামলায় জড়ানো হয়েছে মর্মে রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে হত্যাকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিতে বলেন।

বুধবার দিনগত রাতে ঢাকার লালমাটিয়া এলাকার বাসা থেকে জর্জকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

সেলিম আলতাফ জর্জ ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হলেও ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের কাছে পরাজিত হন।

এরপর থেকে তিনি ঢাকায় বসবাস করছেন।
 

Comments

The Daily Star  | English

No place for Islamic extremism in Bangladesh: Yunus

Islamic extremism will never find a place in Bangladesh again, said Chief Adviser Muhammad Yunus recently

1h ago