রাশেদ খান মেনন আবারও ৩ দিনের রিমান্ডে

Menon.jpg
রাশেদ খান মেনন। ফাইল ছবি

শাহবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মইনুল ইসলাম খান পুলক তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ এ আদেশ দেন।

এর আগে তদন্ত কর্মকর্তা এ বিষয়ে আবেদন করলে মেননকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের (৪৫) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গত ২৩ আগস্ট রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছিলেন আদালত।

আজকের রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর সকাল ১১টার দিকে নির্বাচনী প্রচারণার সময় সেগুনবাগিচা কাঁচাবাজারের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার দলের লোকজনের ওপর হামলায় মেনন ও তার দলের লোকজন সরাসরি জড়িত ছিলেন। হামলায় আহত হন বেশ কয়েকজন। তাই ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।

অন্যদিকে আসামিপক্ষ তাদের মক্কেল ঘটনার সঙ্গে জড়িত নয় জানিয়ে রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন।

 

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

Now