থানা থেকে পালাল আসামি, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলামসহ ৪ পুলিশকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার এ ঘটনার পর ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে থানায় নতুন ওসিকে পদায়ন করা হয়েছে। 

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে এ প্রতিবেদন তৈরি পর্যন্ত পলাতক আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

প্রত্যাহার হওয়া বাকি তিন পুলিশ সদস্যরা হলেন-এসআই নাছিমা আক্তার, এসআই আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হক। 

ওসি রাশেদুলের জায়গায় নতুন ওসি হিসাবে আরিফুর রহমানকে পদায়ন করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর লোহাগাড়া থানায় করা একটি মামলার আসামি ছিলেন সাইফুল ইসলাম (৪০)। 

লোহাগাড়া থানার কলাউজান গ্রামে তাকে আটক করে মারধর করে স্থানীয় জনতা। পরে পুলিশে খবর দিলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ সদস্যরা। 

থানায় এনে তাকে ডিউটি অফিসারের রুমে চেয়ারে বসতে দিয়েছিল পুলিশ সদস্যরা। কিন্তু এক ফাকে সেখানে থেকে পালিয়ে যান সাইফুল।

সাইফুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডিউটি অফিসারের গাফিলতিতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামি থানা থেকে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেলের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া জেলা গোয়েন্দা শাখার দুটি টিম অভিযান অব্যাহত রেখেছে।'

Comments