সিলেট

বাড়ি থেকে সরকারি ওষুধ উদ্ধার, নারী ইউপি সদস্য গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক নারী ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি থেকে বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

আজ রোববার ফেঞ্চুগঞ্জ থানার উপ-পরিদর্শক অসির রঞ্জন দেব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। 

মামলায় উপজেলার মাইজগাও ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার, ঘিলাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক পাক আক্তার চৌধুরী এবং মাইজগাও ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী শিল্পী রানী বিশ্বাসকে আসামি করা হয়েছে।

শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে নারী ইউপি সদস্য সেলিনা আক্তারের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিনামূল্যে বিতরণের বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে সেলিনা আক্তারকে আটক করা হয়। 

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আটক ইউপি সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে পাঠানো হবে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB has kept its policy rate unchanged for the second half of this year

12m ago