ফারজানা রুপা-শাকিল ৫, আ. লীগ নেতা গোলাপ ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার তাদের আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ আদেশ দেন।
আদালতের এক পরিদর্শক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাপকে সাত দিনের রিমান্ডে এবং সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রুপাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
গতকাল রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়।
শাকিল ও রুপাকে ২১ আগস্ট ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়। পরদিন তাদের উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারদিনের রিমান্ডে পাঠানো হয়।
Comments