কবি নজরুল কলেজের শিক্ষার্থী হত্যায় শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা
শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে নেওয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী শাজাহান খান ও আলী আরাফাত, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে।

তাহিদুলের বড়ভাই মো. তরিকুল ইসলাম ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরীর আদালতে এ মামলা করেন।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করছিলেন তাহিদুল। সেসময় হাই-প্রোফাইল আওয়ামী লীগ নেতাদের নির্দেশে পুলিশ গুলি করলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ২৯টি হত্যা, অপহরণের একটি এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের চারটিসহ মোট ৩৪টি মামলা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

90-day interim govt proposed to oversee polls

The Constitution Reform Commission has proposed an interim government system to oversee elections and outlined a comprehensive framework for the selection of this government’s chief.

7h ago