হাসিনা-কাদের-নওফেলসহ ১০৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলসহ ১০৮ জনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
১৬ জুলাই মুরাদপুর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানান, নিহত ওয়াসিমের মা জোসনা রোববার রাতে হত্যা মামলাটি করেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, নিহত ওয়াসিম ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
মামলায় ওয়াসিমের মা অভিযোগ করেছেন, এই ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জে এম নাসির উদ্দিন, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু এবং আওয়ামী লীগ সমর্থিত ১২ জন চসিক ওয়ার্ড কাউন্সিলর জড়িত।
এ ছাড়া, মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
নিহত ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার দক্ষিণ মেহেরনামা এলাকার শফিউল আলমের দ্বিতীয় সন্তান। ওয়াসিম পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তার বাবা ও বড় ভাই আর্শেদ আলম সৌদি আরবে থাকেন।
Comments