জয়পুরহাটে শিক্ষার্থী নজিবুল হত্যায় শেখ হাসিনা-কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের নামে মামলা হয়েছে।

মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক সংসদ সদস্য শামসুল আলম দুদুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের নাম রয়েছে।

আজ রোববার বিকেলে নিহত বিশালের বাবা মুজিদুল সরকার বাদী হয়ে সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। 

আদালতের বিচারক আতিকুর রহমান মামলাটি গ্রহণের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে জয়পুরহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল নিহত হন। 
তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। নজিবুল পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

 

Comments

The Daily Star  | English

Earlier bribe was Tk 1 lakh, now it’s Tk 5 lakh: Fakhrul

BNP leader Fakhrul highlights escalating bribery, blames lack of good governance and police reform

2h ago