মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড

পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীর বাউফলে এইচএসসি সমমানের আলিম পরীক্ষার হলে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পোনাহুরা ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) উপজেলার কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক। ঘটনার পরপর তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাউফলের উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার পোনাহুরা ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আলিম আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে মামুনুর রশিদ ফেরদৌস অনুমতি ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করে একটি কক্ষে গিয়ে মোবাইল ফোনে  প্রশ্নপত্রের ছবি তোলেন। 

ওই কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত উপজেলা আনসার-ভিডিপি অফিসার মাসুম বিল্লাহ তাকে হাতেনাতে আটক করে এবং মোবাইল ফোনটি জব্দ করেন। 

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক কুমার কুন্ড ঘটনাস্থলে গিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেন। 

Comments

The Daily Star  | English

Govt forms new Election Commission

The new EC will be led by former secretary AMM Nasir Uddin

37m ago