অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় রঘুনাথপুর সীমান্ত থেকে আটক ৮

যশোর
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে আট জনকে আটক করেছে বিজিবি।

আজ বুধবার সকালে রঘুনাথপুর সীমান্তের ঘিবা মাঠ থেকে নারী, শিশুসহ আট জনকে আটক করা হয় বলে জানান রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ অহিদুজ্জামান।

তিনি বলেন, ভারত থেকে রঘুনাথপুর সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক নারী পুরুষ চোরাইপথে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা ঘিবা মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করে।

তবে কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

আটককৃতদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন স্থানে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

Bangladesh Bank withdraws its dress code for officials amid criticism

Bangladesh Bank retracts dress code following governor's directive

1h ago