মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ৩ মামলা, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ: ডিবি প্রধান

আজ মিল্টন সমাদ্দারকে আদালতে তোলা হবে।
গ্রেপ্তারের পর রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে মিল্টন সমাদ্দার। ছবি: সংগৃহীত

প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে 'চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার' আশ্রমের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় তিনটি মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন–অর–রশীদ জানান, সিটি করপোরেশনের ভুয়া সিল দিয়ে মৃত্যু সনদ তৈরি করে অননুমোদিত লাশ দাফনের ঘটনায় পুলিশ একটি মামলা করেছে।

আজ মিল্টন সমাদ্দারকে আদালতে তোলা হবে এবং এ ঘটনায় পুলিশ তার সাত দিনের রিমান্ড চাইবে বলেও জানান তিনি। 

ডিবি প্রধান জানান, বাকি দুটি মামলা অপর দুই ব্যক্তি করেছেন।

আশ্রমে অনিয়ম ও অপরাধের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিল্টন সমাদ্দারকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়।

 

Comments