কক্সবাজারে র‌্যাব-ডাকাত দলের 'বন্দুকযুদ্ধে' কৃষক নিহত

কক্সবাজারে পিকনিক বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ৪
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের সদর উপজেলায় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন কৃষক নিহত হয়েছেন বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অপহরণের শিকার এক এনজিও কর্মীকে উদ্ধারে র‌্যাব অভিযানে গেলে আজ সোমবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার     
ভারুয়া খালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুড়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বায়েত উল্লাহ (৩৫) ওই ইউনিয়নের বড় চৌধুরীপাড়ার বাসিন্দা।

র‌্যাব সূত্র জানায়, ফরহাদ-মোশতাক ডাকাত দল বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) প্রত্যাশীর কর্মী মাসুদ চৌধুরীকে অপহরণ করেছে এমন তথ্য পেয়ে র‌্যাব মুড়াপাড়ায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। সে সময় বায়েত উল্লাহ গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সূত্র আরও জানায়, বন্দুকযুদ্ধে আরও কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

বায়েতের ভাই করিম উল্লাহ বলেন, শেরে গ্যাং নেতা ফরহাদ-মোশতাক আমার ভাইকে হত্যা করেছে।

'ফরহাদ গ্যাং আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা বাজারে এলে সবাইকে মোবাইল ফোনের ভিডিও ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দেয়,' বলেন করিম।

র‌্যাব সূত্র আরও জানায়, এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ডাকাত দলের নেতা ফরহাদকে আটক করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

2h ago