ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২
ফেসবুকে বাহারি বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপন দেখে ট্রেনে চেপে মঙ্গলবার ঢাকা থেকে নাটোরে ক্যামেরা কিনতে যান ১৯ বছর বয়সী তরুণ কাইফ ইসলাম মিতুল।
ক্যামেরা দেখানোর জন্য কাইফকে নিয়ে যাওয়া হয় শহরের তেবাড়িয়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে। তারপর গলায় চাপাতি ঠেকিয়ে ছিনিয়ে নেওয়া হয় ২১ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় নাটোর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী তরুণ। অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই রাতেই ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন-নাটোরের উত্তর বড়গাছা এলাকার মো. লাম শেখ (২০) ও মো. শৈবাল (২০)। শৈবাল নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ফয়সাল আলম আবুলের ছেলে।
বিজ্ঞাপনদাতারা পেশাদার ছিনতাইকারী, মাদক কারবারি এবং তারা ছিনতাই, মারামারি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতদের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন এবং একটি চাপাতি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
Comments