গুলশানে কাচ্চি ভাই রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা
ট্রেড লাইসেন্স ছাড়া অন্য কোনো অনুমতি না থাকায় রাজধানীর গুলশান-২ নম্বরের 'কাচ্চি ভাই' রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
ডিএনসিসি জোন-৩ জোনালের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন আজ বুধবার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অনাদায়ে মালিককে তিন মাসের কারাদণ্ড হতে পারে।
এছাড়া গুলশানের সেবা হাউস নামে একটি ভবনের মালিককে ৫০ হাজার টাকা এবং ধানসিঁড়ি নামের একটি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৬ নম্বর সড়কের ৩৩ নম্বর প্লটের পাঁচতলা ভবনের দোতলার একপাশে কচ্চি ভাই রেস্টুরেন্ট।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, রেস্তোরাঁটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের অনুমোদন নেই।
অগ্নি নিরাপত্তা ছাড়পত্রের জন্য আবেদন করলেও এখনো অনুমোদন পায়নি।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন জানান, নিরাপদ খাদ্য আইনে কাচ্চি ভাইকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, 'রেস্তোরাঁটিকে অন্য সংস্থার কাছ থেকে অনুমোদন নিতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে অনুমোদন না পেলে কোম্পানিটি সিলগালা করা হবে।'
ভবনটির নিচ তলায় গিরোস গ্রিক ফুড অ্যান্ড ধানসিঁড়ি রেস্তোরাঁ, দ্বিতীয় তলায় পেশোয়ার ডাইন এবং রাজ কাচ্চি, চতুর্থ তলায় ক্যাফে সেলিব্রিটি রেস্তোরাঁ এবং পঞ্চম তলায় কিংফিশার রেস্তোরাঁ অ্যান্ড বার রয়েছে।
Comments