সিরাজগঞ্জে মেডিকেল কলেজে ক্লাসে 'শিক্ষকের গুলি', শিক্ষার্থী আহত
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/03/04/m-mansur-ali-medical-college.jpg)
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাসরুমের ভেতরে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে তৃতীয় বর্ষের ক্লাস চলাকালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, আহত শিক্ষার্থী আরাফাত আবির তমালকে এমএএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডান উরুতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।
শিক্ষার্থীরা পুলিশকে জানায়, ক্লাসের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষক রায়হান সাদি অস্ত্র বের করে গুলি চালান।
এসপি বলেন, অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। ক্যাম্পাসে উত্তেজনা প্রশমনে কাজ করছে পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
Comments