মানিকগঞ্জে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ৭

স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সিংগাইরে তিন প্রতিবন্ধী সন্তানের বাবা আব্দুল কুদ্দুসকে (৫২) কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার ভোর ৪টায় ঢাকার সবুজবাগ ও হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

গ্রেপ্তার ৭ জন হলেন প্রধান আসামী সিংগাইর উপজেলার আটিপাড়া এলাকার হযরত আলীর ছেলে কালাম (৪৫), ইউপি সদস্য গফুর (৪১), মিলন (৩২), জুবায়ের (২২), সিরাজপুর এলাকার মোখলেস (৩৮), আবুল হোসেন(৪৮), আবুল হোসেনের ছেলে আওয়াল (২৩)। এর আগে ২০ ফেব্রুয়ারি এ ঘটনায়  ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ ফেব্রুয়ারি সিংগাইরের চান্দহর ইউনিয়নের আটিপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় আব্দুল কুদ্দুসকে। পরে  চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। কুদ্দুস আটিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

Comments

The Daily Star  | English

'We stand united as Bangladeshis'

Says Prof Yunus as he hosts religious leaders, vows immediate action if minorities are attacked

9m ago