ময়লার স্তূপে পড়ে ছিল নবজাতক, কান্না শুনে উদ্ধার
পটুয়াখালীতে ময়লার স্তূপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পৌর শহরের অফিসার্স ক্লাবের পেছন থেকে উদ্ধার করে শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ দুপুর আড়াইটার দিকে ওই এলাকার বাসিন্দা ইয়ামিন ময়লা ফেলতে গিয়ে শিশুটির কান্না শুনতে পান। ময়লার স্তূপে রক্তমাখা একটি কাপড়ে জড়ানো অবস্থায় শিশুটিকে পেয়ে আশপাশের লোকজনকে জানান তিনি।
সেখান থেকে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে ভর্তি করান। শিশুটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
সদর থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত শিশুটির মা-বাবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস বলেন, শিশুটির চিকিৎসা চলছে। শিশুটির দেখাশোনাসহ চিকিৎসার সব ব্যয় সমাজ সেবা অধিদপ্তর বহন করবে। সুস্থ হলে শিশুটিকে আদালতের মাধ্যমে শিশুনিকেতনে পাঠানো হবে অথবা আদালতের মাধ্যমে দত্তক নিতে আগ্রহী কোনো পরিবারের হেফাজতে দেওয়া হবে।
Comments