গুলশান শপিং কমপ্লেক্স ভাঙতে হাইকোর্টের আদেশ বহাল
রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত গুলশান শপিং কমপ্লেক্স ভেঙে ফেলার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ভবনের অন্যতম মালিক জিয়া ইয়ামিনের করা লিভ টু আপিল আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
'বাণী চিত্রা' ও 'চলচ্চিত্র' নামে দুই প্রতিষ্ঠানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১২ ডিসেম্বর ডেভেলপার কোম্পানি শান্তা প্রপার্টিজ লিমিটেডকে ৩০ দিনের মধ্যে গুলশান শপিং কমপ্লেক্স ভেঙে ফেলার নির্দেশ দেন হাইকোর্ট।
মামলার সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমেদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পৃথক প্রতিবেদনে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করায় ২০২৩ সালের ১৩ জুলাই ঢাকা উত্তর সিটি করপোরেশন গুলশান শপিং কমপ্লেক্সটি সিলগালা করে দেয়।
Comments