৬ মাসের মধ্যে রানা প্লাজা হত্যা মামলা নিষ্পত্তির নির্দেশ

রানা প্লাজা
রানা প্লাজায় ধস। স্টার ফাইল ফটো

২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে পড়ে ১ হাজার ১৩৫ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

এই সময় পর্যন্ত ভবনটির মালিক সোহেল রানার জামিন স্থগিত থাকবে বলেও আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

আজ সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৬ এপ্রিল এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

সোহেল রানার আইনজীবী মো. কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'সর্বোচ্চ আদালত বলেছেন, ছয় মাসের মধ্যে মামলার বিচারকাজ শেষ করতে না পারলে নিম্ন আদালত সোহেল রানার জামিন আবেদন বিবেচনা করতে পারে।'

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে নয় তলা ভবন 'রানা প্লাজা' ধসে কমপক্ষে ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক। এতে আহত হয় আড়াই হাজারের বেশি শ্রমিক।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ বাদী হয়ে ভবন মালিক সোহেল রানা, তার বাবাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ২০১৫ সালের ২৪ মে এ হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

২০১৬ সালের ১৮ জুলাই ঢাকা জেলা ও দায়রা জজ আদালত সাবেক যুবলীগ নেতা সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

1h ago