বরিশালের মুলাদীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
বরিশালের মুলাদীতে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে ৩০/৩৫ জন সন্ত্রাসী তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আওয়ামী লীগের এই কর্মীর নাম রুবেল শাহ (৪৮)। তার বাড়ি মুলাদীর বাটামারা ইউনিয়নে।
উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু জানান, রুবেল শাহ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় তিনি সক্রিয় ছিলেন। এবারের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করছিলেন।
বাটামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু বলেন, রুবেল লাঙল প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। তবে নির্বাচনী বিরোধ থেকে তিনি খুন হয়েছেন কি না বুঝতে পারছি না। রুবেলের সঙ্গে স্থানীয় একটি গোষ্ঠীর বিরোধ ছিল।
মুলাদী থানার ওসি মো. জাকারিয়া জানান স্থানীয় বিরোধ নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
Comments