আড়াইহাজারে পুলিশের অভিযানে ‘হামলা’, গুলিবিদ্ধ ১

স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। এ ঘটনায় পুলিশের গুলিতে একজন আহত হয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, আজ সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দুপ্তরা ইউনিয়নের নতুন বান্টি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালায় তারা। এ সময় স্থানীয়রা তাদের ওপর হামলা চালালে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে শটগান থেকে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে।

এ ঘটনায় মৃত ছাবেদ আলীর ছেলে মো. শরীফ (৩৫) গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, 'আজ সকালে শরীফকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পেটে বেশ কয়েকটি গুলির আঘাত রয়েছে।'

ওসি আহসান উল্লাহ বলেন, 'অভিযানে পুলিশ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি মোস্তাকিম নামে একজনকে আটক করে। মোস্তাকিম পুলিশকে চোরাই মোটরসাইকেল বিক্রির সঙ্গে জড়িত পাভেল নামে আরেকজনের নাম জানায়। পুলিশ পাভেলের বাড়িতে পৌঁছে তাকে আটক করলে সে 'ডাকাত-ডাকাত' বলে চিৎকার করে পরিবারের সদস্য ও গ্রামবাসীকে জড়ো করে।'

তিনি বলেন, 'এই সময় পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শর্টগান থেকে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এই পরিম্থিতির সুযোগ নিয়ে পাভেল পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় অন্তত ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।'

ওসি জানান, পুলিশের ওপর হামলা ও চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হবে। ঘটনাস্থল থেকে আটককৃত মোস্তাকিম ও সুফিয়ানকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire: Trump

US President Donald Trump on Saturday said that India and Pakistan have agreed to a "full and immediate ceasefire," amid both countries launching strikes and counter-strikes against each other's military installations

34m ago