শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ স্বামী-স্ত্রী আটক

গ্রেপ্তার ফারুক ও রাণী আক্তার। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ এক দম্পতিকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

তারা হলেন-ফারুক ও রাণী আক্তার। 

সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এনএসআইয়ের সদস্যরা তাদের আটক করে। 

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ ভোরে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় ওই দম্পতিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এনএসআই সদস্যরা তাদের আটক করে।

পরে ফারুককে তল্লাশি করে সাদা টিস্যু দিয়ে মোড়ানো ৬টি স্বর্ণের চেইন, ৯টি চুড়ি, ২টি হারসহ মোট ৭৯৬ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।

আর রাণী আক্তারের কাছ থেকে ৬০টি সোনার চুড়ি, ৯টি সোনার আংটি, ৫টি কানের দুল, ১টি ব্রেসলেট, ৫টি গলার হার, ৪টি লকেট, ৩টি চেইনসহ মোট ৮০১ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, এসব স্বর্ণালংকারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। 

তিনি আরও জানান, অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাকারবার করে আসছিলেন। জব্দকৃত স্বর্ণালংকার সৌদি প্রবাসী সোলাইমান সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশে পাঠিয়েছেন।

আটক দম্পতির বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

10h ago