ঝিনাইদহে আ. লীগ কর্মীকে গুলি করে হত্যা

নিহত শামীম হোসেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হরিনাকুন্ডু উপজেলায় এ ঘটনা ঘটে। 

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শামীম হোসেন (৪৮) হরিণাকুন্ডু শহরের সুড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সাবেক সেনা সদস্য।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে নামাজ পড়ে বাড়ি ফেরেন শামীম। কিছুক্ষণ পর আবার বাড়ির বাইরে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল আমিন হোসেন ডেইলি স্টারকে জানান, নিহতের বুকের বামপাশে গুলি লেগেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

জানতে চাইলে হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর জোয়ার্দার ডেইলি স্টারকে বলেন, 'শামীম আওয়ামী লীগের কর্মী ছিলেন। তবে কোনো পদে ছিলেন কি না, এই মুহূর্তে বলা যাচ্ছে না।' 

ওসি মাহাবুবুর রহমান বলেন, 'কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্তের পরে জানা যাবে।'

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি। 

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

32m ago