উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ আটক ২

অস্ত্র ‍ও গুলিসহ আটক দুই রোহিঙ্গা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশিয় অস্ত্র ‍ও গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।  

আজ শনিবার সকাল ৯টায় উখিয়ার কুতুপালংয়ের ৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. ইকবাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ব্লক-জি৫ এর বাসিন্দা পেটান আলীর ছেলে কামাল হোসেন ও একই ক্যাম্পের মৃত নুর আহাম্মদের ছেলে ছব্বির আহম্মদ।

১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় কুতুপালংয়ের ইরানি পাহাড় সংলগ্ন ৫ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় সৈয়দ উল্লাহর দোকানের সামনে থেকে কামাল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেশিয় তৈরি একটি ওয়ান শুটার গান ও রাইফেলের তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।'

'প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন জানান, এই অস্ত্র ও গুলি তাকে সরবরাহ করেছে ছব্বির আহম্মদ। পরে তার দেওয়া তথ্যমতে ছব্বির আহাম্মদকে আটক করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মামলা করা হয়েছে', যোগ করেন তিনি। 
 

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

4h ago