পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, একদিন পর জেলের মরদেহ উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীর লক্ষ্মীরচর এলাকায় নৌ-পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের একদিন পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত জেলে শাকিল হোসেন বেপারীর (১৯) বাড়ি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বলাশিয়া এলাকায়।
আজ বুধবার বিকেলে আজকা বাজার এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। ওই অভিযানের নেতৃত্ব তিনিই দিয়েছিলেন।
ওসি কামরুজ্জামান বলেন, 'মঙ্গলবার বিকেলে লক্ষ্মীরচর এলাকায় মা ইলিশ নিধনরোধে আমাদের নিয়মিত অভিযান ছিল। এ সময় একটি মাছ ধরার ট্রলার আটকের চেষ্টা করা হয়। ট্রলারের ৮ জেলের মধ্যে সবাই নদীতে ঝাঁপ দেয়। আমরা পরে ৭ জনকে আটক করি। কিন্তু এক জেলে নিখোঁজ থাকে।'
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'আজ বুধবার সন্ধ্যায় ওই নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়। আমরা ধারণা করছি নদীতে ঝাঁপ দিতে গিয়ে ট্রলারের পাখায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মারা গেছেন।'
Comments