পারিবারিক দ্বন্দ্বে ছোটভাইকে কুপিয়ে হত্যা, ভাই-ভাবি আটক

পরিবারের ৫ ভাইয়ের মধ্যে মেজ ভাই ও সেজ ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল।
Dhamrai
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার ধামরাইয়ে পারিবারিক বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া উঠেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই ও ভাবিকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকালে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ফারুক হোসেন (৪৮) পোশাক কারখানায় কাজ করতেন।

এ ঘটনায় তার বড়ভাই উসমান গণি (৫০) ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।  

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই পরিবারের ৫ ভাইয়ের মধ্যে মেজ ভাই ও সেজ ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে। 

আজ বুধবার সকালে ফারুক গোসল করার সময় উসমান গণি হঠাৎ সেখানে গিয়ে দা দিয়ে কুপিয়ে তাকে জখম করে। ফারুককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা বড় ভাই উসমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি হারুন অর রশিদ ডেইলি স্টারকে বলেন, 'পারিবারিক কলহের জেরে এক ভাই আরেক ভাইকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।'

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

Comments