সাভারে ধর্ষণ মামলায় সিঙ্গাইরের পৌর কাউন্সিলর গ্রেপ্তার

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার সাভারে ধর্ষণের মামলায় মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজ সরকারকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

আজ সকালে সাভারের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহফুজ সরকার (৪৫) মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) নয়ন কারকুন দ্য ডেইলি স্টারকে বলেন, মাহফুজ সরকারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এক নারী আজ সকালে সাভার মডেল থানায় মামলা করেন। অভিযুক্ত মাহফুজ সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সিংগাইর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মিঠু দ্য ডেইলি স্টারকে বলেন, মাহফুজ বিএনপি করে কিন্তু কমিটিতে তার কোনো পদ পদবি নেই।

Comments