১১ বছর আগের মামলায় মির্জা ফখরুল, রিজভীর বিরুদ্ধে অভিযোগ গঠন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

২০১২ সালের ডিসেম্বরে রাজধানীর পল্টন এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি আদালত।

বাকি ৭ জন হলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জামায়াতে ইসলামী দক্ষিণ সিটির সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম।

জামিনে থাকা মির্জা ফখরুল, রিজভীসহ ৮ জনকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনালে তারা নিজেদের নির্দোষ দাবি করেন ও ন্যায়বিচার চান।

এর আগে মামলার অভিযোগ থেকে তাদের অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দেন ম্যাজিস্ট্রেট।

আগামী ২০ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে পল্টনের বিজয়নগর থেকে মাতুয়াইল যাওয়ার পথে ফখরুল ও রিজভীর নেতৃত্বে একদল বিএনপি নেতা-কর্মী আবর্জনা বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় ফখরুল, রিজভীসহ ২০ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়।

তদন্ত শেষে ২০১৭ সালের ১৩ অক্টোবর ফখরুল, রিজভীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

6h ago