বান্দরবানে আবাসিক হোটেল থেকে ২০ রোহিঙ্গা আটক

আটক রোহিঙ্গাদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি: সংগৃহীত

বান্দরবান শহরের একটি আবাসিক হোটেল থেকে ২০ রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরের ট্রাফিক মোড় এলাকার পর্বত হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় তাদের।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক রোহিঙ্গারা সবাই পুরুষ এবং কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ, সি ও ই ব্লকের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। শ্রমিক হিসেবে কাজের জন্য তাদের বান্দরবানে আনা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আটক 'এ' ব্লকের বাসিন্দা মো. ইউছুফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বান্দরবানের বাসিন্দা ফজল করিম মাঝি আমাদের ক্যাম্পের ২০ জন রোহিঙ্গাকে কাজের কথা বলে এখানে এনে হোটেলে রেখেছেন।'

'কাজের কথা বললে ক্যাম্পে দায়িত্বে থাকা সিকিউরিটিরা বাইরে আসার অনুমতি দেয়' উল্লেখ করে তিনি বলেন, 'এর আগেও কক্সবাজারের বিভিন্ন জায়গায় কাজ করে আবার ক্যাম্পে ফিরে গেছি। তবে এবার বান্দরবান আসার পর পুলিশ আটক করেছে।'

ডিবি কর্মকর্তা মো. আতিকুর রহমান ডেইলি স্টারকে বলেন,  'আবাসিক হোটেলে বেশ কয়েকজন রোহিঙ্গা অবস্থান করছে, এমন খবর পেয়ে এসপিকে জানাই। এসপির নির্দেশে অভিযান চালিয়ে ওই হোটেল থেকে ২০ রোহিঙ্গাকে আটক করে বান্দরবান সদর থানায় সোপর্দ করেছি।'

তিনি আরো জানান, 'আটক রোহিঙ্গারা কীভাবে ক্যাম্প থেকে বের হলো, কার সঙ্গে যোগাযোগ করে বান্দরবানে এল এবং কোন রাষ্ট্রদ্রোহী কিংবা নাশকতার পরিকল্পনা আছে কি না, এসব বিষয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

47th BCS applications to open on December 10

Online applications will open on December 10 at 10:00am and close on December 31 at 11:59pm

2h ago