কুলাউড়ায় ‘জঙ্গি সন্দেহে’ ১৭ জন আটক

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সিরাজগঞ্জের বেসরকারি হাসপাতালের চিকিৎসক সোহেল তানজিমও রয়েছেন বলে জানিয়েছেন কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিবুল ইসলাম আজাদ।

আজ সোমবার সকালে তাদের আটক করা হয়।

মো. মহিবুল ইসলাম আজাদ দ্য ডেইলি স্টার জানান, সকালে ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন জঙ্গি সন্দেহে ওই ১৭ জনকে আটক করে। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

'পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটকে (সিটিটিসি) খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। আটককৃতরা জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য বলে আমরা সন্দেহ করছি', বলেন তিনি।

আটকদের মধ্যে চিকিৎসক সোহেল তানজিমকে দেখা গেছে। ছবি: সংগৃহীত

ঘটনাস্থল থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। তাদের মধ্যে পলাতক চিকিৎসক সোহেল তানজিমও রয়েছেন। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।'

গত ১২ আগস্ট সিটিটিসির অভিযানে গ্রেপ্তার হন চিকিৎসক সোহেল তানজিমের স্ত্রী মাইশা ইসলাম। তখন থেকেই পলাতক ছিলেন সোহেল।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালেক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির টিম এলে প্রেস ব্রিফিং করা হবে।'

Comments

The Daily Star  | English

80% of jewellers remain outside VAT net

Only 8,000 gold ornament shops out of a total of 40,000 stores are under the VAT net currently

14h ago