হিরো আলমের ওপর হামলা: রিমান্ডে ২, কারাগারে ৫

হিরো আলমকে মারধর
ছবি: প্রবীর দাশ/ স্টার ফাইল ফটো

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আটক ৭ জনের মধ্যে ২ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন-সানোয়ার কাজী (২৮) ও বিপ্লব হোসেন (৩১)।

আটক অপর ৫ জনের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

তারা হলেন-মাহমুদ হাসান মেহেদী (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৭), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)।

রাজধানীর বনানী এলাকায় গতকাল সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ৭ জনকে আটকের বিষয়টি বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছিলেন।

পরে আজ মঙ্গলবার দুপুরে বনানী থানার উপপরিদর্শক নুর উদ্দিন তাদের আদালতে হাজির করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব ২ জনের রিমান্ড ও ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে বনানী থানায় একটি মামলা করেছেন।

মামলায় বলা হয়, সোমবার দুপুরে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশফুল হোসেন ওরফে হিরো আলম বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনে যান। 

এ সময় অজ্ঞাতনামা ১৫-২০ জন তাকে গালিগালাজ করে এবং একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারে। মারধরের এক পর্যায়ে তাদের একজন হিরো আলমের শ্বাসরোধের চেষ্টা করে এবং অপর একজন তার তলপেটে লাথি মারে।

 

Comments

The Daily Star  | English

Secretariat entry passes for all private individuals cancelled

Journalists' accreditation cards also cancelled until further notice

46m ago