সেন্ট্রাল হাসপাতালের ডা. মিলিকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আদেশ
অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতক ও প্রসূতি মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক বেগম মাকসুদা ফরিদা আক্তার মিলির আগাম জামিন আবেদন নামঞ্জুর করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
ডা. মিলির আগাম জামিনের আবেদনের ওপর শুনানি করে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ বুধবার এই আদেশ দেন। হাইকোর্ট তাকে চার সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। এই সময়ের মধ্যে তাকে হয়রানি বা গ্রেপ্তার না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী দ্য ডেইলি স্টারকে বলেন, মামলায় আগাম জামিন চেয়ে ডা. মিলি তার আইনজীবীদের মাধ্যমে হাইকোর্টে জামিনের আবেদন জমা দিয়েছিলেন। আবেদনে বলা হয়, তিনি ঘটনার দিন হাসপাতালে উপস্থিত ছিলেন না এবং আঁখির অস্ত্রোপচারেও জড়িত ছিলেন না।
শুনানির সময় আবেদনকারী ডা. মিলি হাইকোর্টে উপস্থিত ছিলেন। তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন।
গত ১০ জুন ঢাকার সেন্ট্রাল হাসপাতালে সি-সেকশন চলাকালে আঁখির (২৫)নবজাতক সন্তান মারা যায়। এর আট দিন পর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আঁখিও মারা যান।
আঁখির স্বামী ইয়াকুব আলী সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে ১৪ জুন ধানমন্ডি থানায় মামলা করেন। অভিযোগে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলার কারণে নবজাতকের মৃত্যু এবং আঁখির জীবন বিপন্ন হয়।
এ মামলায় গত ১৫ জুন দুই চিকিৎসক শাহজাদী মুস্তারশিদা সুলতানা ও মুনা শাহাকে কারাগারে পাঠান ঢাকার একটি আদালত।
Comments