লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ‘গরু চোরাকারবারি’ আহত

স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের কলসিরমুখ দৈয়ারটারী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।

আজ বুধবার ভোররাতে সীমান্তের ৮০৫ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব-পিলারের কাছে গুলিবর্ষনের এই ঘটনা ঘটে। 

আহত আলমগীর হোসেন (৩৫) পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় কাশিরডাঙ্গা গ্রামের বাসিন্দা। আলমগীরের পায়ে গুলি লেগেছে বলে জানান তার সঙ্গে থাকা লোকজন। এখন তাকে একটি ক্লিনিকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত থেকে ভারতের প্রায় ১০০ গজ ভেতরে ৮-১০ জন চোরকারবারি কুচলিবাড়ি আদিবাসী পাড়া থেকে ভোরে গরু আনছিলেন। এ সময় ৪০ বিএসএফ ব্যাটালিয়নের বাজেজামা ক্যাম্পের টহলরত সদস্যরা চোরাকারবারিদের ওপর গুলি চালালে আলমগীরের পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ আলমগীর হোসেনের সহকর্মী নবির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোপনে একটি ক্লিনিকে আলমগীরের চিকিৎসা চলছে।'

৫১ বিজিবি ব্যাটালিয়নের কলসিরমুখ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ইসরাফিল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু চোরাকারবারির গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে তা জানা যায়নি।'

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago