১ মাসের মধ্যে শীর্ষ মাদক চোরাকারবারিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

দেশের শীর্ষ মাদক চোরাকারবারিদের নামের তালিকা আগামী ১ মাসের মধ্যে জমা দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া অবৈধ মাদক চোরাকারবারির মাধ্যমে আয় করা অর্থ পাচারের অভিযোগ রয়েছে এমন বাংলাদেশি নাগরিকদের বিষয়ে ২ মাসের মধ্যে তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ফাইন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে তদন্ত করতে বলা হয়েছে।

সুবীর নন্দী দাস দ্য ডেইলি স্টারসহ গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের ওপর ভিত্তি করে আদালতে এই আবেদন করেছিলেন।

ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) প্রতিবেদনের ভিত্তিতে গত ১১ জুন 'মাদক চোরাকারবার থেকে অর্থ পাচারে বাংলাদেশ এশিয়ায় প্রথম, বিশ্বে পঞ্চম' শিরোনামে দ্য ডেইলি স্টার একটি প্রতিবেদন প্রকাশ করে।

আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকে মাদকের কারণে ৪৮১ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৫ হাজার ১৪৭ কোটি টাকা পাচার হয়ে যায়।

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

10h ago