মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হক মারা গেছেন

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হক মিয়া ওরফে লুৎফর রহমান ওরফে লুতু মোল্লাকে রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ফাইল ফটো সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গোপালগঞ্জ কাশিয়ানীর নিজামুল হক মিয়া (৭৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে কারারক্ষীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী রোকনুজ্জামান জানান, ওই ব্যক্তি মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি  ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে এলে মারা যান। তার বাবার নাম আব্দুল মান্নান মিয়া। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাধুহাটি গ্রামে।

গত ১০ এপ্রিল যুদ্ধাপরাধী নিজামুল হক মিয়া ওরফে লুৎফর রহমান ওরফে লুতু মোল্লাকে রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার করে ডিএমপি সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

48m ago