বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ, বোমা তৈরির সামগ্রী উদ্ধার
যশোরের বেনাপোল উপজেলায় একটি ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের কার্যালয়ে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ বোমা তৈরির সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট আঁচড়া এলাকায় রয়েলের মোড়ে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে অফিসের শাটার উড়ে গেছে, দেয়াল ফেটে গেছে এবং আগুন লেগে জিনিসপত্র পুড়ে গেছে।
ভবন মালিক হাবিবুর রহমান জানিয়েছেন, স্থানীয় বৃত্তি আঁচড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে লিটন হোসেন ট্রান্সপোর্ট ব্যবসার জন্য স্পেস ভাড়া নিয়েছিল। বিস্ফোরণের পরে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের একটি টিম এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পাশের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রতন কুমার দেবনাথ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কামাল হোসেন ভূঁইয়া বলেন, 'আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে বোমা বানানোর উপাদান—জালের কাঠি ও সূতা উদ্ধার করা হয়েছে। নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসের মালিক লিটন হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তাকে পাওয়া যায়নি। লিটনকে আটকে অভিযান চলছে।'
Comments