গেণ্ডারিয়ার শতবর্ষী পুকুর ভরাট-স্থাপনা নির্মাণে হাইকোর্টের স্থিতাবস্থা

হাইকোর্ট
ফাইল ছবি

ঢাকার গেন্ডারিয়ায় শত বছরের পুরনো পুকুর ভরাট ও স্থাপনা নির্মাণে ৩ মাসের জন্য স্থিতাবস্থা জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ।

একই সঙ্গে ২ সপ্তাহের মধ্যে এ নির্দেশনা পালন করে হাইকোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে পুকুরে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেন আদালত।

রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গেন্ডারিয়ায় শত বছরের পুরনো পুকুরে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ করা যাবে না।

Comments

The Daily Star  | English

Renewable ambitions still mired in uncertainty

Although the Awami League government made ambitious commitments to renewable energy before being ousted by a mass uprising in August last year, meeting those lofty goals remains a distant dream for the country.

11h ago