সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টা মামলায় ৩ জনের ৪ মাসের কারাদণ্ড

যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা

যমুনা টেলিভিশনের ২ সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টার মামলায় পলিথিন ব্যবসায়ী ৩ ভাইকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আব্দুর রহিম, আব্দুল জব্বার ও জাকির হোসেন।

রায়ের পরপরই অভিযোগকারী অসন্তোষ প্রকাশ করে বলেন, তারা এই বিষয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ের পর ৩ আসামি উচ্চ আদালতে আপিল করার শর্তে জামিন পান।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. অভি, হাবিবুর রহমান ও শাওন হাওলাদারকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারের সোয়ারিঘাটে যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহীন আলমের ওপর হামলা হয়।

আসামিরা তাদের পুড়িয়ে মারার চেষ্টায় তাদের শরীরে কেরোসিনও ঢেলে দেয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে।

এ ঘটনায় শাকিল বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মোরাদুল ইসলাম ২০১৭ সালের ৬ জুন ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৮ সালের ৪ জানুয়ারি ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে জাহাঙ্গীর ও ইলিয়াসকে অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত।

Comments

The Daily Star  | English

One killed in multi-vehicle crash on Dhaka-Mawa highway

The chain of crashes began when a lorry struck a private car from behind on the Mawa-bound lane

52m ago