মৃত ভেবে সুরতহাল করার সময় পাওয়া গেল হৃৎস্পন্দন, এখন শঙ্কামুক্ত

এক যুবক তার ঘরে বিষপান করে মারা গেছে এমন খবর পেয়ে বাড়িতে গিয়েছিল পুলিশ। দরজা ভেঙে ঘরে ঢুকে নিথর অবস্থায় পাওয়া যায় তাকে। মৃত ভেবে সুরতহাল করার সময় হৃৎস্পন্দন পেয়ে তাকে নেওয়া হয় হাসপাতালে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্টার অনলাইন গ্রাফিক্স

এক যুবক তার ঘরে বিষপান করে মারা গেছে এমন খবর পেয়ে বাড়িতে গিয়েছিল পুলিশ। দরজা ভেঙে ঘরে ঢুকে নিথর অবস্থায় পাওয়া যায় তাকে। মৃত ভেবে সুরতহাল করার সময় হৃৎস্পন্দন পেয়ে তাকে নেওয়া হয় হাসপাতালে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের বন্দর থানাধীন লিলি ক্লাবের পাশে জাফর বিল্ডিংয়ের পঞ্চম তলায়।

বেঁচে যাওয়া ওই যুবকের নাম রবিউল হোসেন জিকু (৩০)। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে বর্তমানে তার অবস্থা ভালো।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা দ্য ডেইলি স্টারকে বলেন 'রাত ২টার দিকে পুলিশের কাছে খবর আসে বিষ পান করা এক ব্যক্তির লাশ ঘরে পড়ে আছে।'

'মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে জিকুকে পায়। লাশ ভেবে তার শরীর দেখার সময় হৃৎস্পন্দন পেলে তাকে হাসপাতালে নেওয়া হয়,' বলেন ওসি।

ওসি সিনহা আরও বলেন, 'তার আপাতত ভয়ের কিছু নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে বিষপানের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Small furniture makers up the creek

Small wooden furniture businesses in Bangladesh are facing a deep financial crisis as the demand for their products has fallen drastically, according to market players.

1h ago