২৩৪ কোটি টাকা ঋণ খেলাপি

শীতলপুর স্টিলের চেয়ারম্যান ও এমডিসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড
শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ২৩৪ কোটি টাকার ঋণখেলাপির মামলায় ৫ ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ওয়ান ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ২৩৪ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি ওই ৫ ব্যবসায়ী।

গতকাল মঙ্গলবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া ৫ ব্যবসায়ীরা হলেন সীতাকুণ্ডের শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন, পরিচালক মোহাম্মদ হোসেন, জানে আলম ও মাহবুব আলম।

এ বিষয়ে ব্যবস্থা নিতে ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দেন আদালত৷

আদেশে বিচারক উল্লেখ করেন, ঋণের বিপরীতে যে সম্পত্তি ব্যাংকে বন্ধক আছে, তা অতি সামান্য। এ অবস্থায় দেশ ছাড়লে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়তে পারে।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওয়ান ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে ৫ ব্যবসায়ী ঋণ নিয়ে পরিশোধ করেননি। গত ১৩ এপ্রিল খেলাপি ঋণ আদায়ের দাবিতে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা করে।'

তিনি আরও বলেন, 'গত সোমবার ব্যাংকের পক্ষ থেকে ৫ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। গতকাল আদালত শুনানি শেষে ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত বিশেষ পুলিশ সুপারকে (অভিবাসন) নির্দেশ দেন।'

Comments

The Daily Star  | English

Jon Kabir wins Best Podcast Creator Award

Jon Kabir, a name synonymous with Bangla rock, first rose to fame as the frontman for Black in the early 2000s. After leaving Black to form Indalo, he embraced a new musical direction

1h ago