চাঁদাবাজির অভিযোগ: সাভার পৌর ছাত্রলীগ সভাপতিসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
সাভারে ৪ লাখ ৩৫ হাজার টাকা চাঁদাবাজি এবং ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগে পৌর ছাত্রলীগ সভাপতিসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সাভার মডেল থানায় ভুক্তভোগী ব্যবসায়ী ইউসুফ আলী চুন্নু বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
ইউসুফ আলী চুন্নু বিসমিল্লাহ ওয়াশ কারখানার স্বত্বাধিকারী ও স'মিল ব্যবসায়ী।
ওসি দীপক চন্দ্র সাহা জানান, ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় পৌর ছাত্রলীগ সভাপতিসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার আসামিরা হলেন— সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকার হোসেন আলীর ছেলে ও সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান (২৫), একই এলাকার ইমান আলির ছেলে আলমগীর (৩০), সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা (৩৩), নামাগেন্ডা এলাকার হাবু মিয়ার ছেলে নাদিম দেওয়ান (২৪), উলাইল এলাকার আব্দুল জলিলের ছেলে টিপু (২৮), কাতলাপুর এলাকার বাবু (২৮), একই এলাকার পলাশ (৩০), মজিদপুর এলাকার পাভেল (৩৫), নামাগেন্ডা এলাকার হানিফের ছেলে সঞ্জীবসহ (২৪) এবং অজ্ঞাতনামা আরও ১২ জন।
সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানের নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন ডেইলি স্টারকে বলেন, 'মাসুম সাভার পৌর ছাত্রলীগের সভাপতি। তিনিসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিষয়টি ফেসবুকসহ নানা মাধ্যমে জানতে পেরেছি। মামলার বিষয়টি জানি না। আমরা ঘটনাটির পর্যবেক্ষণ করছি। চাঁদাবাজির সম্পৃক্ততা পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।'
এর আগে গত ৬ মে সাভার পৌরসভার আনন্দপুর এলাকায় পৌর ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী ইউসুফ আলীর প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে ও তার পরিবারের ৫ সদস্যকে মারধর এবং ৪ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ইউসুফ আলী চুন্নু।
Comments