পরিদর্শক মামুন হত্যা মামলা

আরাভসহ ৮ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৮ মে

আরাভ খান
আরাভ খান। ছবি: সংগৃহীত

পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ১৮ মে পর্যন্ত পিছিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার আদালতে কোনো সাক্ষী উপস্থিত না থাকায় প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজের আদালতের বিচারক ফয়সাল আতিক বিন কাদের এই আদেশ দেন।

এর আগে, আদালত মামলার বাদীসহ ৫ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়।

এই মামলার অন্য অভিযুক্তরা হলেন আরাভ খানের স্ত্রী সুরাইয়া আখতার কেয়া, রহমতউল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সরওয়ার হাসান ও দিদার পাঠান।

তাদের মধ্যে আরাভ ও তার স্ত্রী পলাতক এবং অন্যরা কারাগারে।

২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানী এলাকায় পুলিশ পরিদর্শক মামুনকে হত্যা করা হয়।

সে বছর ১০ জুলাই গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রায়েরদিয়া এলাকায় বনাঞ্চল থেকে মামুনের পোড়া দেহ উদ্ধার করা হয়।

ঘটনার ৩ দিন পর মামুনের ভাই জাহাঙ্গীর বনানী থানায় হত্যা মামলা করেন।

তদন্তের পর ২০১৯ সালের ৩১ মার্চ পুলিশ আরাভসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

২০২১ সালের ২৫ নভেম্বর আরাভ ও অন্য ৭ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন।

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

26m ago