চনপাড়ায় মাদক চোরাকারবারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

রূপগঞ্জের চনপাড়া। স্টার ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে৷

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মাদক চোরাকারবারি শাহাবউদ্দিন ও শমসের তাদের বাহিনী নিয়ে আরেক মাদক কারবারি জয়নাল আবেদীনের বাহিনীর সঙ্গে কয়েক দফায় সংঘর্ষে জড়ায়৷

এ ঘটনায় সানি (১৭), সম্রাট পারভেজ (২১) ও রোমান (১৮) নামে ৩ জন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া৷ তার ভাষ্য, আহত ৩ জনেরই পায়ে গুলি লেগেছে।

চনপাড়ার স্থানীয় বাসিন্দারা বলছেন, গুলিবিদ্ধ ৩ জনেই জয়নালের সহযোগী৷ জয়নাল একটি হত্যা মামলায় গত বছরের জুনে গ্রেপ্তার হয়েছিলেন৷ সম্প্রতি জামিনে জেল থেকে বের হয়ে বাহিনী নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন৷

বিষয়টি নিয়ে চনপাড়ার স্থানীয় ৪ জন বাসিন্দার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার ইফতারের পর জয়নাল গ্রুপ এবং শমসের ও শাহাবউদ্দিন গ্রুপের মধ্যে মারামারি হয়৷ এরপর গভীর রাত পর্যন্ত কয়েক দফায় তাদের মধ্যে সংঘর্ষ চলে৷ এই সময় উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র ও গুলতি নিয়ে সংঘর্ষে জড়ায়৷ ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটে৷ সকালে আরেক দফায় সংঘর্ষ হয় তাদের মধ্যে৷

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবলীগ নেতা দ্য ডেইলি স্টারকে বলেন, 'চনপাড়ার মাদক ব্যবসার নিয়ন্ত্রক ছিলেন ইউপি সদস্য বজলুর রহমান৷ গত ৩১ মার্চ কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান বজলুর৷ তার মৃত্যুর পর চনপাড়ার নিয়ন্ত্রন নেওয়ার চেষ্টায় আছেন অন্য মাদক ব্যবসায়ীরা৷ এরই ধারাবাহিকতায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে আছেন৷'

গত বছরের নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশের মৃত্যুর ঘটনায় মাদক প্রসঙ্গ উঠলে 'মাদক ও অপরাধীদের অভয়ারণ্য' হিসেবে পরিচিত চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের পাশাপাশি বজলুরও ব্যাপকভাবে আলোচনায় আসেন। ১৮ নভেম্বর বিকেলে র‍্যাব-১–এর একটি দলের অভিযানে চনপাড়ার পূর্বগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। ওই রাতেই র‍্যাব তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও জাল টাকা রাখার অভিযোগে ৩টি মামলা করে। ওই ৩ মামলার বাইরেও বজলুরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ অন্তত ২৩টি মামলা ছিল বলে তখন জানিয়েছিল র‍্যাব।

সংঘর্ষের বিষয়ে জানতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদের সরকারি নম্বরে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি৷

তবে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (রূপগঞ্জ-আড়াইহাজার সার্কেল) আবির হোসেন ডেইলি স্টারকে বলেন, 'জয়নাল আবেদীন হত্যা মামলায় গ্রেপ্তার ছিলেন৷ দেড় মাস আগে সে জামিনে ছাড়া পায়৷ এতদিন এলাকায় আসেনি৷ এলাকায় আসার পরপরই তার বাহিনী নিয়ে শমসের ও শাহাবউদ্দিন গ্রুপের সাথে সংঘর্ষে জড়ায়৷'

তিনি আরও বলেন, 'মঙ্গলবার সন্ধ্যার দিক থেকেই উত্তেজনা ছিল৷ পরে রাত ২টার দিকে তারা সংঘর্ষে জড়ায়৷ উভয়পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন৷ ৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানতে পেরেছি৷ বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
Proper audits can ensure social compliance in the RMG industry

US top remittance source in Nov, Dhaka top recipient

The biggest source of all the remittance received by Bangladesh last November was the US, according to the latest report of Bangladesh Bank (BB)..Moreover, Dhaka secured the lion’s share of the foreign currencies..Bangladeshi migrants sent home $2,199.99 million in November. Of it, $

1h ago