সিঙ্গাইর

ঘুমিয়ে থাকা বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

বড় ভাইকে হত্যা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বড় ভাই আবু রায়হানকে (২৭) ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই রোমানের (২৪) বিরুদ্ধে।

গতকাল রোববার মধ্যরাত ১২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

তারা ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শাহজাহান ফকিরের ৩ ছেলে—আবু রায়হান (২৮), রোমান (২৪) ও জামান (১৮) প্রতিদিনের মতো রাত ৯টার দিকে খাবার খেয়ে ঘুমাতে যান।

বড় ভাই রায়হান ও ছোট ভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসে ছিলেন। রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে রোমান পালিয়ে যান বলে তারা জানান।

তারা আরও জানান, সেসময় বড় ভাই রায়হানের গোঙানির শব্দে ঘুম ভেঙে গেলে ছোট ভাই জামান মা-বাবাকে ডেকে তোলেন। রক্তাক্ত অবস্থায় স্বজনরা রায়হানকে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই রায়হান খুন হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English
World Bank loans for Bangladesh development projects

World Bank lowers growth forecast for Bangladesh to 3.3% in FY25

The Washington-based lender attributed the overall deceleration in the first three quarters of FY25 to a sharp decline in private and public investment

18m ago