সাংবাদিক শামসুজ্জামানের জামিন আদেশ কেরানীগঞ্জে, শিগগির কারামুক্তির সম্ভাবনা

শামসুজ্জামান। ছবি: প্রথম আলোর সৌজন্যে

প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসের জামিন আদেশ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।

আজ সোমবার বিকেল ৫টার দিকে জামিন আদেশ কারাগারে পৌঁছায় বলে জেল সুপার সুভাষ ঘোষ দ্য ডেইলি স্টারকে জানান।

তিনি বলেন, 'জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছেছে। আশা করছি সব প্রক্রিয়া শেষ করে অল্প সময়ের মধ্যে তাকে মুক্তি দেওয়া হবে।'  

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় সোমবার দুপুরে জামিন পান শামসুজ্জামান শামস।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর জামিন আদেশ মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, পুলিশ মামলার প্রতিবেদন জমা দেওয়ার আগ পর্যন্ত শামস জামিনে থাকবেন।

আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক) গত বুধবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। এতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়।

মামলাটি দায়েরের প্রায় ২০ ঘণ্টা আগে সাংবাদিক শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয় দিয়ে তুলে আনা হয়। বৃহস্পতিবার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সেদিন ঢাকার সিএমএম আদালত শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করলে, প্রথমে তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়, পরদিন নেওয়া হয় কাশিমপুর কারাগারে। এরপর শনিবার তাকে আবারও কেরানীগঞ্জ কারাগারে আনা হয়।

শামসের বিরুদ্ধে ২৮ মার্চ রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা হয়। ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া এ মামলা করেছিলেন।

Comments

The Daily Star  | English
Rohingya children

Education at Rohingya camps in disarray

The funding shortfall stems largely from a drastic reduction in humanitarian aid by the US

10h ago